Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় পাটের ভালো ফলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৪ ০৮:২৫

নওগাঁ: নওগাঁ জেলায় এখন চলছে পাট কাটার মওসুম। জমি থেকে পাট কেটে পানিতে জাগ দেওয়া আর সম্পূর্ণ পচন শেষ হলে আঁশ আলাদা করার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

বিভিন্ন হাটে পাট বেচাকেনা শুরু হয়েছে। শুরুতে কৃষকরা পাটের দাম ভালো পাচ্ছেন।

আলতাফ আলী নামের একজন টাট ব্যবসায়ী বলেন, ‘কেবল পাট বাজারে আসতে শুরু করেছে। বর্তমানে প্রতি মন পাট ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে।’

এ বছর জেলায় মোট ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। জেলায় মূলত দেশি, তোষা এবং মেস্তা এই তিন জাতের পাট চাষ করেছেন কৃষকরা।

উপজেলাভিত্তিক পাট চাষের জমির পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২৮৫ হেক্টর, রানীনগর উপজেলায় ৫০ হেক্টর, আত্রাই উপজেলায় ১৩৫ হেক্টর, বদলগাছী উপজেলায় ৫৭৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১২০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৭৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৮৫৫ হেক্টর এবং মান্দা উপজেলায় ১ হাজার ৪৫৫ হেক্টর। তবে জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় কোনো পাটচাষ হয়নি।

কৃষি সম্প্রসারণ অধিদফতর নওগাঁ’র উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন মঙ্গলবার পর্যন্ত জেলায় ২ হাজার হেক্টর জমির পাট কাটা সম্পন্ন হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে বলা হয়েছে, জেলায় চলতি বছর ৫ হাজার ৫শ ৫০ মেট্রিক টন বা ১ লাখ ৩৮ হাজার ৭৫০ মন পাট উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান বাজার অনুযায়ী এ জেলায় উৎপাদিত পাটের বিক্রি মূল্য ৩৪ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা।

চলতি মওসুমে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাধ্যমে জেলার ২০০০ জন প্রান্তিক কৃষককে ১ বিঘা জমির বিপরীতে প্রত্যেককে ১ কেজি করে পাট বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে।

সারাবাংলা/একে

নওগাঁ পাট পাটচাষ ফলন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর