পুলিশের লুট হওয়া ৩০৯ অস্ত্র উদ্ধার
১৪ আগস্ট ২০২৪ ১৭:২৪
ঢাকা: গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ৯৭টি অস্ত্র, ৬ হাজার ৫৮৫ রাউন্ড গোলাবারুদ ও ২৮টি ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান বলেন, গত ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে।
এরপর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের নির্দেশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সারাদেশে থানা পুলিশসহ পুলিশের অন্যান্য ইউনিটের কার্যক্রম চালু করতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব অস্ত্র উদ্ধার কার্যক্রম শুরু করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রমসহ নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে র্যাব।
এর আগে, সকালে পুলিশ সদর দফতর থেকে এক বার্তায় বলা হয়েছে, ৩০৯টি আগ্নেয়াস্ত্র, ছয় হাজার ২৫৮ রাউন্ড গুলি, টিয়ার গ্যাস সেল ৩১৮টি, টিয়ার গ্রেনেড ২ এবং সাউন্ড গ্রেনেড ৯।
সারাবাংলা/ইউজে/ইআ