Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ১৭:৪০ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ ১৯:৪২

ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।

বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আলমগীর কবির সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

এর আগে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। বুধবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, আবু হেনা মো. রহমাতুল মুনিমের (পরিচিতি নম্বর-২২২৫) সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এত দ্বারা বাতিল করা হলো।

সারাবাংলা/ইএইচটি/ইআ

এনবিআর চেয়ারম্যান টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর