Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ১৮:৫৫

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন।

বুধবার (১৪ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন তিনি। সাজিদের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী গভীর শোক প্রকাশ করছেন।

এদিকে, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সাজিদ মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এর থেকে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সারাবাংলা/পিটিএম

ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী মৃত্যু সাজিদ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর