Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনিসুল হক ও সালমান এফ রহমান ১০ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ১৯:৩৯

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আনিসুল হক ও সালমানএফ রহমানকে। ছবি: সারাবাংলা

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় তাদের দুজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ।

বিজ্ঞাপন

আদালতে কড়া নিরাপত্তায় হাজির করা হয় সালমান এফ রহমানকে। ছবি: সারাবাংলা

এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পালানোর সময় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামি তারা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের মধ্যে একজন ছাত্র, একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সালমান এফ রহমান ও আনিসুল হককে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন-

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার

সারাবাংলা/কেআইএফ/টিআর

আনিসুল হক রিমান্ড মঞ্জুর সাবেক আইনমন্ত্রী সালমান এফ রহমান হত্যা মামলা

বিজ্ঞাপন

হেমন্তেই প্রকৃতিতে শীতের আমেজ
১৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আল নাসর ছাড়ছেন রোনালদো?
১৩ নভেম্বর ২০২৪ ১১:৩৮

আরো

সম্পর্কিত খবর