Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিটি টাওয়ারে হামলার শিকার সাংবাদিক ইমদাদুল হক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৪ ২০:৩৮

ঢাকা: খবর সংগ্রহে গিয়ে রাজধানীর আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারীদের দ্বারা হামলার শিকার হয়েছেন সাংবাদিক এস এম ইমদাদুল হক। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ইমদাদুল হক অনলাইন নিউজ পোর্টাল ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য। এ ঘটনায় তিনি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

সাংবাদিকের ওপর হামলার ঘটনা জানার পর পরই ক্ষুব্ধ হয়ে উঠেছেন আইসিটি বিটের সাংবাদিকরা। তারা দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

সাংবাদিক ইমদাদুল হকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নাজনীন নাহার ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছেন। পাশাপাশি জড়িতদের শাস্তি দাবি করেছেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগে ইমদাদুল হক বলেন, ‘আমি পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে আজ ১৫ আগস্ট দুপুরে আইসিটি টাওয়ারে আসি। এখানে এসে জানতে পারি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারীরা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন। আমি তাদের স্লোগান শুনে দেখতে যাওয়ার পর তারা আমাকে চলে যেতে বললে আমি ফিরে চলে আসি। আসার সময় মোশাররেফ হোসেন পারভেজ, হিসাবরক্ষক ও সেলিন মাহমুদ কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী আমাকে পেছন থেকে জাপটে ধরে এলোপাথাড়ি কিলঘুষি দেয়।’

বিজ্ঞাপন

লিখিত অভিযোগে তিনি আরও লিখেছেন, ‘এ সময় আমি এমডির কক্ষের দিকে যেতে চাইলে এবং হাই-টেক পার্কের অন্যান্য কর্মকর্তারা ছুটে এসে আমাকে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও তারা দ্বিতীয় দফা আবারও আক্রমণ করে। এসময় পাশে থেকে আন্দোলনের নেত্রী শর্মিলী খাতুন পাশে থেকে তাদেরকে হামলা করতে আরও উৎসাহ দেন।’

পরে কোনোমতে আমি প্রাণ নিয়ে প্রথমে জনসংযোগ কর্মকর্তার রুমে আশ্রয় গ্রহণ করি এবং পরে তাদের পাহারায় এমডির রুমে যাই।

ইমদাদুল হক বলেন, ‘বিষয়টি সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়েছে বলে আমার বিশ্বাস। এমন পরিস্থিতিতে আমি এবং আমার সহকর্মীরা আইসিটি টাওয়ারে পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন অবস্থায় কর্মচারী নামধারী এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করলাম। তাদেরকে অবিলম্বে বহিষ্কার করে নির্ভয়ে সাংবাদিকতা করার ও তথ্যানুসন্ধান কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানাই।’

সারাবাংলা/ইএইচটি/একে

আইসিটি টাওয়ার সাংবাদিক এমদাদুল হক হামলা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর