Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি’র বাকি পরীক্ষা ১১ সেপ্টেম্বর শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৪ ২১:২৩ | আপডেট: ১৬ আগস্ট ২০২৪ ০১:১৯

ফাইল ছবি

ঢাকা: দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে আগামী ১১ সেপ্টেম্বর। এ পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, এখনও ১৩ দিনের মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি। বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা আটকে গেছে। যদিও প্রত্যেক শিক্ষার্থীকে ১৩টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। এরমধ্যে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজির চারটি বিষয় (প্রথম ও দ্বিতীয়পত্র) এবং আইসিটি। ৮টি বিষয় ঐচ্ছিক (অপশনাল)

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

সর্বশেষ সব পরীক্ষা স্থগিত করে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি প্রকাশ করা হয়। সে অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বোর্ড থেকে জানানো হয়। বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ায় এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বোর্ডগুলো স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো নেওয়ার উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুন সিলেট বোর্ড বাদে সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।

সারাবাংলা/জেআর/একে

এইচএসসি পরীক্ষা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর