Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের মতো বেতনভাতা ও মর্যাদা চান গ্রাম পুলিশ সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৪ ১৩:২০

ঢাকা: গ্রাম পুলিশ সদস্যদের পুলিশ কনস্টেবলের সমগ্রেড এবং দফাদারদের উপপরিদর্শক (এসআই) এর সমগ্রেড নির্ধারণ করে পুলিশের মতো রেশন পেনশন, চাকরি জাতীয়করণসহ ৪ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ বাহিনী সমন্বয় কমিটি’র উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ বাহিনী সমন্বয় কমিটি’র প্রধান সমন্বয়কারী লাল মিয়া বলেন, ‘আমরা সরকারের দেওয়া পোশাক পরিধান করে দিনরাত ২৪ ঘণ্টা অন্যান্য বাহিনীর ন্যায় দায়িত্ব পালন করে থাকি। ৭ দিনের মধ্যে আমাদের গ্রাম পুলিশ সদস্যদের পুলিশ কনস্টেবলের সমগ্রেড এবং দফাদারদের উপপরিদর্শক (এসআই) এর সমগ্রেড নির্ধারণ, পুলিশ সদস্যদের ন্যায় রেশন, পেনশনসহ সুযোগ-সুবিধা নির্ধারণ করতে হবে।’

লাল মিয়া বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালিত করতে হবে। ২০০৮/২০০৯/২০১০ সালের প্রজ্ঞাপন ও ২০১১ সালের জাতীয় বেতন স্কেলের গেজেট অনুযায়ী ২০০৮ সাল থেকে সমস্ত বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ করতে হবে।’

কর্মসূচিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি পূরণের অনুরোধ জানান গ্রাম পুলিশের সমন্বয়কারীরা।

সমাবেশে সমন্বয়কারীরা আরও বলেন, ‘গেজেট অনুযায়ী বেতন না দিয়ে গ্রাম পুলিশ সদস্যদের ৬ হাজার ৫০০ এবং দফাদারদের ৭ হাজার টাকা নামমাত্র বেতন দেওয়া হচ্ছে। যেখানে অন্যান্য সরকারি চাকরিজীবিরা শুধুমাত্র তার নিজ দফতরে ৮ ঘণ্টা দায়িত্ব পালন করেন। আমাদের দিন রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। ইউনিয়ন পরিষদ পাহারা, পুলিশ সদস্যদের সঙ্গে আসামি ধরা, মাদক, জুয়া, ইভটিজিং, জঙ্গিবাদ দমনে পুলিশকে সহায়তা করে আসছি। আমরা উপজেলায় স্থানীয় পর্যায়ে কাজের সঙ্গে নিয়োজিত। কিন্তু নামমাত্র বেতন দিয়ে সংসারের খরচ বহন করতে না পেরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।’

বিজ্ঞাপন

সমাবেশ থেকে সারাদেশে কর্মরত স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে কর্মরত ৪৬ হাজার গ্রাম পুলিশ সদস্যদের জাতীয়কারণসহ ৪ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরে যাবে না বলে তারা হুঁশিয়ারি দেন।

সমাবেশে আরও বক্তব্য দেন গ্রাম-পুলিশের সমন্বয়কারী মো. আরশেদ আলী, মো. রিন্টু মিয়া, কৃষ্ণধন চৌধুরী, মো. সুমন, মো. ইমরান প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/একে

আনসার আন্দোলন গ্রাম পুলিশ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর