Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবারও খোলা থাকছে চট্টগ্রাম কাস্টমস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৪ ১৭:১৭

চট্টগ্রাম ব্যুরো: সরকারি ছুটির দিন শনিবার চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম সার্বক্ষণিক চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ ঘিরে সৃষ্ট স্থবিরতা কাটিয়ে কাজে গতি আনতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস কমিশনারের পক্ষে উপ-কমিশনার ইমাম গাজ্জালী স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এতে শনিবার (১৭ আগস্ট) অফিস খোলা রেখে দাফতরিক কার্যক্রম সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার ইমাম গাজ্জালি সারাবাংলাকে বলেন, ‘আমাদের দাফতরিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য কমিশনার স্যারের নির্দেশে শনিবার কাস্টমস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এটা নিয়মিত কাজেরই একটি অংশ।’

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় একমাসেরও বেশি সময় ধরে চট্টগ্রাম কাস্টমসে শুল্কায়ন কাজে স্থবিরতা তৈরি হয়। বিশেষত ইন্টারনেট বন্ধ থাকায় কাস্টমস কার্যত অচল হয়ে পড়ে। এতে শুল্কায়ন জটিলতায় বন্দর ও বেসরকারি ডিপোতে আটকে যায় আমদানি – রফতানি পণ্য।

আমদানি-রফতানিকারকদের সেই ক্ষতি পোষাতে চট্টগ্রাম কাস্টমস ছুটির দিনেও কাজ করার এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে আমদানি-রফতানি সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খোলা না থাকায় কাস্টমসের এ সিদ্ধান্তের তেমন সুফল মিলবে না।

সারাবাংলা/আরডি/এনইউ

কাস্টমস চট্টগ্রাম টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর