ঢাকা মেডিকেলে ইয়াবাসহ আনসার সদস্য অাটক
৪ জুন ২০১৮ ১০:৩৩ | আপডেট: ৪ জুন ২০১৮ ১২:৩৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইয়াবাসহ আসাদ (৩৫) নামে এক আনসার সদস্যকে অাটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৩ জুন) দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়।
ঢামেক হাসপাতালের আনসার কমান্ডার (পিসি) আব্দুর রউফ জানান, রোববার ১টার দিকে নতুন ভবনের গ্রাউন্ডফ্লোরে আনসারদের থাকার জায়গা। সেখান থেকে আসাদকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ৯পিস ইয়াবা পাওয়া গেছে। তার বাড়ি যশোরে।
তিনি জানান, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারাও বিষয়টি দেখছেন।
সারাবাংলা/এসএসআর/টিএম/এমও