ডোপিংয়ের অভিযোগে নিষিদ্ধ শ্রীলংকার ডিকভেলা
১৭ আগস্ট ২০২৪ ১০:০০
করোনার সময় ‘বায়ো বাবল’ ভেঙে আলোচনায় এসেছিলেন তিনি। এবার আরও বড় অভিযোগে নিষেধাজ্ঞা নেমে এলো শ্রীলংকান ওপেনার নিরোশান ডিকভেলার উপরে। ডোপিং টেস্টে পজিটিভ হওয়ায় অনির্দিষ্টকালের জন্য শ্রীলংকার সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে।
কিছুদিন আগে হয়ে যাওয়া লংকান প্রিমিয়ার লীগের সময় ডোপ টেস্ট করা হয়েছিল ক্রিকেটারদের। সেই পরীক্ষায় উতরে যেতে পারেননি গল মারভেলসের অধিনায়ক ডিকভেলা। আর এতেই নিষেধাজ্ঞার ফাঁদে পড়েছেন তিনি।
শ্রীলংকা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সরিয়ে রাখা হবে ডিকভেলাকে, ‘শ্রীলংকান প্রিমিয়ার লিগের সময় করা ডোপ টেস্টে ডিকভেলা উতরে যেতে পারেননি। তাকে এই মুহূর্তে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া, কোন ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবে না। বিশ্ব অ্যান্টি ডোপিং কমিশনের সাথে কাজ করছি আমরা এই ব্যাপারে।’
সবশেষ ২০২৩ সালে শ্রীলংকার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ডিকভেলা। এই বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলে একাদশে জায়গা হয়নি তার।
সারাবাংলা/এফএম