Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি লতিফ গ্রেফতার, বিস্ফোরক মামলায় রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ১৩:৩৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ ১৫:৪৯

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় আন্দোলনকারীদের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।

শনিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন আদালতের বিচারক জুয়েল দেব এ আদেশ দেন। এর আগে সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) মফিজ উদ্দিন সারাবাংলাকে জানান, বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া একটি মামলায় পুলিশ সাবেক সাংসদ এম এ লতিফের সাতদিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

গত ৯ আগস্ট নগরীর মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকা থেকে এম এ লতিফকে হেফাজতে নিয়েছিল সেনাবাহিনী। শুক্রবার (১৬ আগস্ট) ডবলমুরিং থানায় এরশাদ নামে এক যুবক এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলার পরপরই শুক্রবার রাতেই বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/আইসি/একে

এমপি লতিফ চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর