Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ২০:৩২

বরিশাল: চুরি করতে গিয়ে বরিশালের উজিরপুরে গণপিটুনিতে সুমন হালদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ওই গণপিটুনির ঘটনা ঘটে। নিহত সুমন হালদার উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকার নগেন হালদারের ছেলে।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘সুমন হাওলাদারসহ ২/৩ জন মিলে গেল রাত আড়াইটার দিকে সুলতান মহুরির অটোগাড়ির গ্যারেজে চুরি করতে যায়। এসময় গ্যারেজের বেড়া ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পাহারাদার চিৎকার দেয়। ওই এলাকায় আগে থেকেই লোকজন রাতে পাহারা দিয়ে আসছিল। তারা গ্যারেজের পাহারাদারের চিৎকারে এগিয়ে এসে দু’জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে সুমন হালদার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং তার সাথে থাকা ভক্ত বাড়ৈ নামে আরেকজন গুরুতর আহত হয়। ভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্ত করার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চুরি ও হত্যা অভিযোগে পৃথক দুটি মামলা করা হবে।’

সারাবাংলা/এমও