ঢাকা: বাসায় অভিযান চালিয়ে ৩ কোটির বেশি টাকা পাওয়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করেছে ডিএমপি পুলিশ।
শনিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর মহাখালীতে ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ১৬ আগস্ট সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপির একটি অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল। এর ধারাবাহিকতায় আজ ১৭ আগস্ট রাতে রাজধানীর মহাখালী হতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানে তিনি গ্রেফতার হন।
এর আগে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর রাজধানীর মোহাম্মদপুরে তার দুটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ওই দুটি বাসা থেকে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ১০ লাখ ৩ হাজার ৩৬৬ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে ইউএস ডলার- ৩০০০, মালোয়শিয়া রিংগিত- ১০০০, সৌদি রিয়াল- ২৯৬৯, সিঙ্গাপুরী ডলার- ৪১১২, অট্রেলিয়ান ডলার- ১,৯১৫, কোরিয়ান ইয়াং- ২৫০০০, চাইনিজ ইয়াং-১৯৯।