Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে গুলিবিদ্ধ ইমনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ১১:৪১ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ ১৫:২৮

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার টাঙ্গাইল মির্জাপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত ইমন (২২) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।

নিহত ইমনের বন্ধু ইমরান হোসেন জানান, গত ৪ আগস্ট টাঙ্গাইল মির্জাপুর গোড়াই এলাকায় দুপুরে আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংর্ঘষের সময় ইমন গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে প্রথমে উত্তরা লেকভিউ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ চিকিৎসাধীন অবস্থায় এখানে মারা যান।

ইমরান আরও জানান, তাদের বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার জগতপুরা গ্রামে। টাঙ্গাইল ভুয়াপুর মনিরুজ্জামান খান কলেজ থেকে এইচএসসি পাশ করেন ইমন। অন্য কলেজে ভর্তির চেষ্টায় ছিলেন। তিনভাই এক বোনের মধ্যে ইমন বড় ছিলেন। ইমনের বাবার নাম মৃত জুলহাস হোসেন।

সারাবাংলা/এসএসআর/ইআ

টপ নিউজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর