Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করলেন বিএসএমএমইউ’র উপাচার্য ও উপ উপাচার্য

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ১৬:৫২ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ ১৮:১১

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক ও উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান পদত্যাগ করেছেন। ডা. মো. আতিকুর রহমান ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

রোববার (১৮ আগস্ট) সারাবাংলাকে নিজেদের পদত্যাগ করার তথ্য নিশ্চিত করেন দুইজনই।

এদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে আসেন ডা. দীন মো. নূরুল হক।

তিনি বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ে সম্মান নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলাম। এখনো সম্মান নিয়েই চলে যাচ্ছি। আর তাই নিজেই পদত্যাগপত্রে সই করে মন্ত্রণালয়ে গিয়ে আজ দিয়ে এসেছি।

এর আগে, সকালে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার তথ্য নিশ্চিত করে বিএসএমএমইউ’র উপ-উপাচার্য ডা. মো. আতিকুর রহমান।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতিতে পারিপার্শ্বিক এত চাপ নিয়ে আসলে কাজ করা সম্ভব হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রাখার পাশাপাশি প্রতিষ্ঠানে শিক্ষা-গবেষণা কার্যক্রম দ্রুত চালু করা প্রয়োজন। আর তাই সম্মান নিয়ে আমি দায়িত্ব থেকে সরে গেছি। সকালেই তাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।

উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যদিকে ২০২৩ সালের ১ জানুয়ারি বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (একাডেমিক) এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় ডা. আতিককে।

সারাবাংলা/এসবি/ইআ

টপ নিউজ পদত্যাগ বিএসএমএমইউ

বিজ্ঞাপন

বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা
২১ এপ্রিল ২০২৫ ২০:১৫

আরো

সম্পর্কিত খবর