Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপসচিব থেকে যুগ্ম সচিব হলেন ২০১ কর্মকর্তা

স্পেশাল করেসপন্টেন্ড
১৮ আগস্ট ২০২৪ ১৭:৫৫ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ ২১:০৬

ঢাকা: প্রশাসনের উপসচিব এবং সমপদমর্যাদার ২০১ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দফতর বা কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে কর্মরত দফতরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা ই-মেইলে ([email protected]) অনলাইনে যোগদানপত্র জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম

উপসচিব টপ নিউজ যুগ্মসচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর