Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর সব থানার ওসি পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ১২:৫৭

ঢাকা: দীর্ঘ বছর ধরে ঘুরেফিরে একই ব্যক্তি ওসির দায়িত্ব পালন করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে ঢাকার ৩২ থানার ওসিকে একযোগে বদলির আদেশ দেয় পুলিশ সদর দফতর। এর আগে, গত ১৩ অগাস্ট বদলি করা হয় ১৮ থানার ওসিকে।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসানের সই করা প্রজ্ঞাপনে যে ৩২ ওসিকে বদলি করা হয়, তার মধ্যে বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, দক্ষিণখানের ওসি আশিকুর রহমানকে বরিশাল পিরোজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, উত্তরা পূর্ব থানার ওসি শাহ আলমকে কুষ্টিয়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

লালমনিরহাট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে ক্যান্টনমেন্ট থানার ওসি শাহীনুর রহমানকে, বনানী থানার ওসি কাজী শাহান হককে রংপুর পিটিসি’তে, বাড্ডা থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়াকে এপিবিএন-৬ এ এবং নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলামকে পাঠানো হয়েছে শিল্পাঞ্চল পুলিশে।

হাজারীবাগ থানার ওসি নূর মোহাম্মদকে ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কলাবাগান থানার ওসি মফিজুল আলমকে খাগড়াছড়ি এপিবিএন ট্রেনিং সেন্টারে, রমনা থানার ওসি উৎপল বড়ুয়াকে কুষ্টিয়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলামকে নোয়াখালী পিটিসিতে, লালবাগ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিনকে খাগড়াছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, চকবাজার থানার ওসি কাজী শাহীদুজ্জামানকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মদ মাসুদ আলমকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কোতয়ালী থানার মাহফুজুর রহমান মিয়াকে নোয়াখালী পিটিসিতে, কামরাঙ্গীরচর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়েরকে জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, বংশাল থানার ওসি এস এম আবু ফরহাদকে কক্সবাজার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার সাহাকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, খিলগাঁও থানার ওসি সালাহউদ্দীন মিয়াকে এপিবিএন-১৮ এবং সবুজবাগ থানার ওসি প্রলয় কুমার সাহাকে খুলনা পিটিসিতে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

গেন্ডারিয়া থানার ওসি মোস্তাফিজুর রহমানকে টুরিস্ট পুলিশ (ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জ ব্যতীত), শ্যামপুর থানার ওসি আতিকুর রহমানকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, ওয়ারী থানার ওসি জানে আলম মুনশীকে এপিবিএন-১৪, যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকে এপিবিএন-১৬, রূপনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল মজিদকে বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ভাসানটেক থানার ওসি নাসির উদ্দিনকে খাগড়াছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মুগদা থানার ওসি তারিকুজ্জামানকে বিপিএ সারদা, কাফরুল থানার ওসি মোহাম্মদ গোলাম মউলাকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দারুস সালাম থানার মুহাম্মদ কামরুল ইসলাম এপিবিএন-১০, হাতিরঝিল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেনকে হবিগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরেবাংলা নগর থানার ওসি আহাদ আলীকে এপিবিএন-৭ এবং মোহাম্মদপুর থানার ওসি দীপক চন্দ্র সাহাকে পাঠানো হয়েছে লালমনিরহাট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে।

সারাবাংলা/ইউজে/এমও

ওসি পরিবর্তন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর