ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়র।
সোমাবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টার দিকে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধরী বলেন, ‘পট পরিবর্তনের পরে গণতন্ত্রিক, রাজনৈতিক, অর্থনৈকিভাবে সব কিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে, সে ব্যাপারে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কীভাবে সমর্থন দিতে পারে, তাদের পক্ষ থেকে কোথায় কোথায় সমর্থনটা দিলে ভালো হয়, এগুলো আলোচনা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে এবং গুড গভার্নেন্স নিয়ে আলোচনা হয়েছে।’
আমির খসরু বলেন, ‘বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, কীভাবে এগুলোকে আবার সঠিক জায়গায় আনা যায়, সেখানে তাদের কী সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তাদের কী সহযোগিতা থাকতে পারে, বিশেষ করে আমাদের যে বড় একটা অংশ ইউরোপিয়ান ইউনিয়নে রফতানি হয়, এটা কীভাবে আমরা অব্যাহত রাখতে পারি এবং সেক্ষেত্রে তাদের (ইইউ) কী করণীয়, সে ব্যাপারে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য তাদের সাথে আমাদের যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট আছে, সেই আর্থিকখাতের রিফর্মগুলির সংস্কার কীভাবে করা যায়, যাতে করে তাড়াড়ি আমরা আবার অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি, মূলত এই বিষয়গুলো আলোচনা হয়েছে। বাংলাদেশে আগামী দিনে আমরা কীভাবে গণতন্ত্রের পথে ফিরে আসতে পারি, সে ব্যাপারেও আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণতন্ত্রে ফিরে আসা তো স্বাভাবিকভাবে নির্বাচন ব্যতিত সুযোগ নাই, সেটা নিয়ে আলোচনা হয়েছে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত তো অবশ্যই চাই। এটা স্পেসেফিক কোনো বিষয় না। বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে যে, এক শ’ বিলিয়ন ডলারের উপরে পাচার হয়েছে। এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেট করেছি এ ব্যাপারে সবাই মিলে এক সঙ্গে কাজ করতে হবে এবং তারা সহযোগিতা রাজি আছে।’