Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত, দেয়াল ধসে শিশুর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ১৬:০৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায় লঘুচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত আছে। এতে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তি তৈরি হয়েছে। পটিয়ায় মাটির দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।

দুইদিন ধরে টানা বৃষ্টিপাত রোববার (১৮ আগস্ট) রাত থেকে অতি ভারী বর্ষণে রূপ নেয়। সোমবার (১৯ আগস্ট) বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত চলছে। বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আব্দুল বারেক সারাবাংলাকে বলেন, ’২৪ ঘণ্টায় প্রায় ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত আমরা অতি ভারী বর্ষণ হিসেবে রেকর্ড করেছি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত আছে। এ জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এটা আরও অন্তঃত ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এতে পাহাড়ধসের সম্ভাবনা আছে।’

বৃষ্টিতে সোমবার সকালের দিকে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, বাদুরতলা, শুলকবহর, কাপাসগোলা, চকবাজার, বাকলিয়াসহ নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এছাড়া নগরীর জিইসি মোড়, প্রবর্তক মোড়, পাঁচলাইশ, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহরসহ আরও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব এলাকায় নিচতলার বাসা, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। তবে জমে থাকা পানি বেশিক্ষণ স্থায়ী ছিল না।

এদিকে চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিঝুম আক্তার (৮) নামে ওই মেয়ে শিশুটি স্থানীয় চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, রাতভর বর্ষণের পর সকালের দিকে মাটির ঘরের দেয়াল ভেঙ্গে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়ে শিশুটি মারা যায়।

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর