বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ
১৯ আগস্ট ২০২৪ ১৭:১০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বোর্ডে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়ে বিসিবির পরিচালক হয়েছিলেন জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি। এনএসসি’র পক্ষ থেকে দু’জনকেই পদত্যাগের কথা বলা হয়। জানা গেছে, জালাল ইউনুস পদত্যাগ করলেও রাজি হননি সাজ্জাদুল আলম।
পদত্যাগ বিষয়ে জালাল ইউনুস জানান, আজ সকালে এনএসসি সচিব আমিনুল ইসলাম তাকে বলেছেন তিনি যেন বিসিবির কাউন্সিলর ও পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। এরপরই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন জালাল ইউনুস।
তিনি বলেন, ‘ক্রিকেটের স্বার্থে এবং নতুন কারও আসার পথ সুগম করতেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, ক্রিকেট বোর্ড সঠিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে।’
জালাল ইউনুস ক্রিকেটে অনেক পুরনো সংগঠক। ১৯৯৭ থেকে বিসিবিতে গুরুত্বপূর্ণ সব দায়িত্ব সামলেছেন তিনি। মাঝে ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত শুধু বোর্ডে ছিলেন না তিনি।
সারাবাংলা/এসএইচএস/ এফএম