Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ দিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার ৩৭৪ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ১৮:৩৫

ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ ব্যাপক হারে বেড়েছে। আগস্টের প্রথম দিকে রেমিট্যান্স থমকে গেলেও শেখ হাসিনার পতনের পরদিন থেকে এই প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে।

চলতি আগস্টের প্রথম ১৭ দিনে দেশে বৈধপথে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে) যার পরিমাণ ১৩ হাজার ৩৭৪ কোটি টাকার বেশি। অথচ মাসের প্রথম তিন দিন দেশে রেমিট্যান্স আসে মাত্র ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার।

বিজ্ঞাপন

সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এই চিত্র ফুটে উঠেছে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিল অনেক প্রবাসী। এতে হঠাৎ কমে যায় রেমিট্যান্সের গতি। ফলে টানা তিন মাস রেমিট্যান্স দুই বিলিয়নের বেশি এলেও জুলাইয়ে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, আগস্টের প্রথম ১৭ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। এ সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৯ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে প্রায় ৩ কোটি ৭৭ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৪ কোটি ১৪ লাখ ডলারের বেশি। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাড়ে ২১ লাখ ডলার।

আলোচিত সময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১০টি। এর মধ্যে উল্লেখযোগ্য রাষ্ট্রীয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও সীমান্ত ব্যাংক।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

১৭ দিন রেমিট্যান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর