Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রীড়াঙ্গন সংস্কারের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার

সারাবাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৪ ২০:১০

চট্টগ্রাম ব্যুরো: ক্রীড়াঙ্গনে সংস্কারের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাবের সদস্য সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

ক্লাবের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম সভায় বলেন, ‘জীবন-যৌবন উৎসর্গ করে যারা ক্রীড়াঙ্গনকে সজীব রেখেছেন তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। তাদের মতামতের ভিত্তিতে ক্রীড়াঙ্গনকে সংস্কার করা হবে। বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ঐতিহ্যবাহী ফ্রেন্ডস ক্লাব স্বমহিমায় এগিয়ে যাবে, আমি এই কামনা করছি।’

ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চৌধুরী, ক্রীড়া সংগঠক নোমান সুফিয়ান, মান্না মজুমদার, জাহাঙ্গীর হোসাইন, অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী এবং মাহমুদুর রহমান মাহাবুব।

সারাবাংলা/আরডি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর