Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাড়া ভবনে এনায়েতপুর থানার কার্যক্রম শুরু, মামলা হয়নি এখনো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ২২:০৩

সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়ার ১৫ দিন পর ভাড়া করা ভবনে শুরু হলো এনায়েতপুর থানার কার্যক্রম।

সোমবার (১৯ আগস্ট) এনায়েতপুর থানার দক্ষিণে মানবমুক্তি সংস্থা নামের একটি এনজিওর ভবন ভাড়া নিয়ে থানার কার্যক্রম শুরু করা হয়।

এর আগে, ৪ আগস্ট ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয় এনায়েতপুর থানা ভবন। ওইদিন থানার ওসিসহ ১৫ পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

থানা সূত্রে জানা যায়, ৩২ পুলিশ সদস্যকে নিয়ে আজ থেকে নতুন করে শুরু হলো থানার কার্যক্রম। শুরুর প্রথম দিনে কোনো মামলা না হলেও তিনটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। দীর্ঘদিন পর থানার কার্যক্রম চালু হওয়ায় এলাকার মানুষের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।

নতুন দায়িত্ব পাওয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসিবুল্লাহ বলেন, ‘এনায়েতপুর থানা ক্ষতিগ্রস্ত হওয়ায় একটি ভবন ভাড়া নিয়ে পুলিশি কার্যক্রম শুরু করেছি। আজ প্রথম দিনে তিনটি জিডি হয়েছে। আমরা এখন যেকোনো সেবা দিতে প্রস্তুত।’

ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া থানা ভবনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পুড়িয়ে দেওয়া থানা ভবনের সংস্কারের কাজ শুরু হয়নি। এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাপার। তবে খুব দ্রুতই সংস্কার করা হবে আশা করি।’

তিনি আরও বলেন, ‘এনায়েতপুর থানা ভবনে ভাঙচুর, আগুন ও ওসিসহ ১৫ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খুব দ্রুতই মামলা করা হবে।’

এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডলকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

সারাবাংলা/পিটিএম

এনায়েতপুর থানা কার্যক্রম টপ নিউজ ভাড়া ভবন মামলা


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর