মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা আর্জেন্টিনার
১৯ আগস্ট ২০২৪ ২২:১৫
কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। লিওনেল মেসির কান্নাভেজা চোখ ও ফোলা পা বলে দিচ্ছিল বড় ইনজুরিতে পড়েছেন তিনি। সেই ফাইনালের পর আর মাঠে নামা হয়নি তার। সেই অপেক্ষা বাড়ছে আরও অনেক দিন। আগামী মাসে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচেও থাকছেন না মেসি। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে নেই মেসি।
কোপার ফাইনালের প্রথমার্ধে পাওয়া সেই চোটের পর দ্বিতীয়ার্ধেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপর থেকেই আর মাঠে ফেরেননি মেসি। ক্লাব ও জাতীয় দলের কোচ দুজনেই জানিয়েছিলেন, মেসির ফিরতে সময় লাগবে। তবে কবে তিনি ফিরবেন সেটা নিশ্চিত করতে পারেননি কেউই। এমননি মেসির পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।
সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে সেই দুই ম্যাচের জন্য আজ ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। সেখানে জায়গা হয়নি মেসির, নেই দিবালাও। এছাড়া নিয়মিত মুখের সবাই আছেন এই স্কোয়াডে।
সারাবাংলা/এফএম