গাইবান্ধা: জেলার সাদুল্লাপুর উপজেলা থেকে সোহান মিয়া (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধাপের হাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আজিজার রহমানের নির্মাণাধীন বাসার ছাদে বুকে রডবিদ্ধ হয়ে ঝুলে থাকা অবস্থায় লাশটি পাওয়া যায়।
গোবিন্দপুর গ্রামের ইউপি সদস্য আবু তালেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সোহান নজরুল ইসলামের ছেলে। তার মা সম্পা বেগমের সঙ্গে নানাবাড়ি গোবিন্দপুর গ্রামে থাকতো।
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।