Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ফটোসাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ২২:৪৮

যশোর: যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মারামারি ছবি তোলায় হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর ও সমাজের কথা’র ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ। এ সময় তার ক্যামেরা ভাঙচুর করা হয়।

সোমবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে শহরের মণিহার এলাকায় এ ঘটনা ঘটে।

ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ জানান, সোমবার বেলা ১২টার দিকে শহরের মণিহার এলাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন যুবক মারামারি শুরু করে। তাদের মারামারির ছবি তুলছিলেন পরাগ। এ সময় ছবি তোলা দেখে কয়কেজন যুবক লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে তেড়ে আসে। একপর্যায়ে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় পরাগের নাইকন ডি-৭২ মডেলের ক্যামেরা ভাঙচুর করা হয়। এরপর কয়েকজন সহকর্মী এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে পরাগকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল বলেন, ‘ফটোসাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেউ জড়িত নয়। যেহেতু আমাদের প্রোগ্রামে ঘটনা ঘটেছে, সেহেতু আমরা তার ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা আমরা করব।’

এদিকে, এ ঘটনার পর বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ফটোসাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করছি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’

সারাবাংলা/একে

ফটোসাংবাদিক মারধর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর