Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ওভারে ৩৯ রানে সামোয়ার ভিসেরের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৪ ১০:২০

টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত এক ওভারে সবচেয়ে বেশি রান উঠেছিল ৩৬। আজ সেই ইতিহাস নতুন করে লিখলেন সামোয়ার ক্রিকেটার দারিউস ভিসের। টি-২০ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে ভানুয়াতুর বিপক্ষে এক ওভারে ৩৯ রান তুলে নতুন রেকর্ড গড়েছেন ভিসের।

আগামী টি-২০ বিশ্বকাপের পূর্ব এশিয়ার আঞ্চলিক বাছাইপর্বে এপিয়ার গার্ডেন ওভালে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের ১৫তম ওভারে বোলিংয়ে আসেন ভানুয়াতুর নিপিকো। সেই ওভারে ৬টি ছক্কা হাকান ভিসের। এই ওভারে হয়েছে তিনটি নো বলও। সব মিলিয়ে এই ওভারে এসে ৩৯ রান। এটি টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান।

বিজ্ঞাপন

এর আগে টি-২০ ক্রিকেটে এক ওভারে সর্বোচ রান ছিল ৩৬। এক ওভারে ৬ ছক্কা মেরে ২০০৭ সালের বিশ্বকাপে সেই রানের প্রথম ইতিহাস গড়েছিলেন ভারতের যুবরাজ সিং। এরপর ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, ২০২৪ সালে তার সতীর্থ নিকোলাস পুরান ও ২০২৪ সালে নেপালের দিপেন্দ্র সিং, ভারতের রোহিত শর্মা ও রিঙ্কু সিং এক ওভারে ৬ ছক্কা মেরেছিলেন।

সারাবাংলা/এফএম

টি-২০ ক্রিকেট রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর