৬ বিভাগেই অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা
২০ আগস্ট ২০২৪ ১২:৪৪
ঢাকা: শ্রাবণ শেষে ভাদ্র মাস শুরু হলেও কাটেনি মৌসুমি বায়ুর প্রভাব। বরং গত কয়েক দিন ধরে সাগরে লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ুর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে দেশের অনেক এলাকাতেই। আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টাতেও দেশের ছয় বিভাগেই ভারী থেকে শুরু করে অতি ভারী বৃষ্টি হতে পারে।
দেশের ছয় বিভাগে ভারী বর্ষণের এই সতর্কবার্তা মঙ্গলবার (২০ আগস্ট) সকালে জারি করেছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে এর প্রভাবে পাহাড় ধসের শঙ্কাও জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারী বর্ষণ বলা হয়। অন্যদিকে ২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে বলা হয় অতি ভারী বর্ষণ।
এদিকে ভারী বর্ষণের প্রভাবে ভূমিধসের আশঙ্কার কথাও বলছে আবহাওয়া অধিদফতর। সতর্কবার্তায় বলা হয়েছে, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
সারাবাংলা/টিআর