Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অভিভাবক’ পেল চসিক, শৃঙ্খলা জোরদারের তাগিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৯:৪৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। প্রথম সভায় তিনি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রশাসনিক শৃঙ্খলা ও চেইন অব কমান্ড শক্তিশালী করার তাগিদ দিয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে চসিক কার্যালয়ে প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর তিনি বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। শুরুতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম প্রশাসকের কাছে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

সভায় প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও আলোকিত রাখার কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রশাসনিক শৃঙ্খলা ও চেইন অব কমান্ড শক্তিশালী করতে হবে। নগরবাসীকে সর্বোচ্চ মানের সেবা দিতে হবে। কোনো ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।’

সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সিডিএসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করতে হবে। বর্তমানে ডেঙ্গুর যে শঙ্কা সেটা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করে মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে। মশা মারার ওষুধে যাতে কোনো ঘাটতি না হয়।’

বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনার তাগিদ দিয়ে প্রশাসক বলেন, ‘পরিচ্ছন্ন বিভাগের কার্যক্রম ঠিকমতো হচ্ছে কি না, লোকজন কাজ করছে কি না, সেটার তদারকি বাড়াতে হবে। কিছু বর্জ্য চসিকের ব্যবস্থাপনার আওতার বাইরে। সেগুলো খাল-নালায় গিয়ে পরিবেশের ক্ষতি করছে। ’

তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে যা আয় হয় তা নগরবাসীর সেবায় ব্যয় হয়। আয় যদি ঠিকমতো না হয়, তাহলে জনগণকে সেবা দেওয়া যাবে না। এজন্য রাজস্ব আয় বাড়াতে পদক্ষেপ নিতে হবে। উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিতে মনিটরিং বাড়াতে হবে। ঠিকাদার যথাযথভাবে মালামাল দিল কি না, নির্দেশনা অনুসরণ করল কি না সেটা নিশ্চিত করতে হবে।’

সভায় চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, উপসচিব আবুল হাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রধান প্রকৌশলী শাহীন উল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯ আগস্ট এক সরকারি আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ থেকে রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সেসময়কার মেয়র রেজাউল করিম চৌধুরী আর কার্যালয়ে যাননি। এ অবস্থায় দুই সপ্তাহ ধরে অভিভাবকশূন্য ছিল প্রতিষ্ঠানটি, যাতে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছিল।

সারাবাংলা/আরডি/পিটিএম

অভিভাবক চসিক টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর