Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ থেকে সরে যাচ্ছে নারী টি-২০ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৪ ২০:১৭

গুঞ্জনটা চলছিল বেশ কয়েকদিন ধরেই। অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যাচ্ছে, এমন খবর শোনা যাচ্ছি নানা মাধ্যম থেকে। শেষ পর্যন্ত সত্যি হচ্ছে সেটাই। ক্রিকবাজ জানিয়েছে, আজ অনুষ্ঠিত হওয়া আইসিসির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশের পরিবর্তে আবর আমিরাতেই হতে যাচ্ছে নারী বিশ্বকাপের এবারের আসর।

৫ আগস্টের পর তৈরি হওয়া পরিস্থিতিতে আদৌ বাংলাদেশে নারী বিশ্বকাপ আয়োজন করবে কিনা আইসিসি, সেটা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশ্বকাপ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বিকল্প ভেন্যু হিসেবে প্রথমে ভারতের নাম আসলেও তারা সেটা আয়োজনে রাজি হয়নি। এরপর সম্ভাব্য ভেন্যু হিসেবে আরব আমিরাতের নামটাই বেশি শোনা যাচ্ছিল। একই সাথে জিম্বাবুয়েও এই বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল।

আইসিসির আজকে বৈঠকে চূড়ান্ত হওয়ার কথা ছিল বিশ্বকাপের ভেন্যু। ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি বাংলাদেশ থেকে সরিয়ে নিচ্ছে বিশ্বকাপ। বিকল্প ভেন্যু আরব আমিরাতের দুবাই ও শারজাহতেই হবে এবারের নারী বিশ্বকাপের আসর।

আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে নারী বিশ্বকাপ।

 

সারাবাংলা/এফএম

টপ নিউজ নারী টি-২০ বিশ্বকাপ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর