ঢাকা: সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল আটক হয়েছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার (২০ আগস্ট) রাতে তাজুল ইসলামকে রাজধানীর গুলশান এলাকা এবং সোহায়েলকে বনানী থেকে আটক করা হয়েছে। তাদের মিন্টুরোডে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।’
চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। গত সোমবার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তিনি র্যাবেও কাজ করতেন।