Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি হাসপাতালে আহতদের দেখতে স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ১১:২২

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতাকে দেখতে বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২১ আগস্ট) সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান তিনি।

এ সময় তিনি সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এরপর উপদেষ্টা আহতদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় সারাদেশে তিন বিজিবি সদস্য নিহত এবং ১৩০ বিজিবি সদস্য আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং বর্তমানে ৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন আছেন।

এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্থান থেকে আগত ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/ইউজে/ইআ

টপ নিউজ বিজিবি হাসপাতাল স্বরাষ্ট্র উপদেষ্টা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর