বৃষ্টির বাধায় প্রথম দিনের খেলা শুরু হতে দেরি
২১ আগস্ট ২০২৪ ১৪:২৯
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ রাওয়ালপিন্ডিতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। তবে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনের খেলা এখনো মাঠে গড়ায়নি, হয়নি টসও। তবে আম্পায়াররা বেশ কয়েক দফা মাঠ পরিদর্শনের পর দিয়েছেন সুখবর। আজ মোট ৪৮ ওভারের খেলা হওয়ার কথা জানিয়েছেন দুই আম্পায়ার।
গত রাতে ভেন্যুর আশেপাশে হয়েছে বৃষ্টি। আজ সকাল থেকেই তাই ভেজা আউটফিল্ড ও থেমে থেমে বৃষ্টির কারণে হতে পারেনি টস। কয়েক দফা পরিদর্শনের কারণে দফায় দফায় পিছিয়েছে টসের সময়।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সময় দুপুর ২টায়(বাংলাদেশ সময় দুপুর ৩টায়) অনুষ্ঠিত হবে টস। খেলা শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে। এরপর আজকের দিনে খেলা হবে ৪৮ ওভারের।
চা বিরতি হবে স্থানীয় সময় ৪.২০ মিনিটে। শেষ সেশন চলবে ৪.৪০ থেকে ৬টা পর্যন্ত। আম্পায়ার চাইলে আরও বাড়তি ৩০ মিনিট খেলা চালিয়ে যেতে পারবেন।
সারাবাংলা/এফএম