Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা কোনো সাম্প্রদায়িক শক্তির পক্ষে নই: ধর্ম উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ১৬:২২ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ১৭:৫৪

চট্টগ্রাম ব্যুরো: অন্তবর্তী সরকার কোনো সাম্প্রদায়িক শক্তির পক্ষপাতিত্ব করে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (২১ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সরকার পতন পরবর্তী সংখ্যালঘুদের উপাসনালয়ে সাম্প্রদায়িক হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসব জায়গায় হামলার খবর পাওয়া গেছে সেখানে সেনাবাহিনী নিয়োজিত আছে। যারা হিন্দু, বৌদ্ধসহ সংখ্যালঘুদের ওপর এসব হামলা করে তারা ক্রিমিনাল। তাছাড়া যতটুকু বলা হচ্ছে, ততটুকু ঘটেনি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী একটি বিশেষ মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ইস্যুটিকে চাঙ্গা করছে। প্রোপাগান্ডা চালাচ্ছে।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা সচেতন আছি। এটা আমাদের সবার দেশ। হিন্দু, বৌদ্ধ, মুসলমান ও খ্রিস্টান সবার অধিকার আছে এ দেশে বসবাস করার। গুজব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। সম্প্রীতি বিনষ্ট হতে আমরা দেব না। আমরা কোনো সাম্প্রদায়িক শক্তির পক্ষে নই।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, যারা আহত হয়েছে তাদের খরচ সরকার বহন করবে। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার সবসময় তাদের পাশে আছে। আমি বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকেও আহ্বান জানাব যেন তারা আহতদের পাশে এসে দাঁড়ায়। কারো যদি দেশের বাইরে নিয়ে গিয়েও চিকিৎসা করার প্রয়োজন হয় তার ব্যবস্থাও সরকার করবে। বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে।

এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ রাসেল আহমেদ ও সহ-সমন্বয়ক তানভীর আহমদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম টপ নিউজ ধর্ম উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর