প্রথম দিনে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিল বাংলাদেশ
২১ আগস্ট ২০২৪ ১৯:৪৭
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে টস হতেই পার হয়েছে অর্ধেক দিন। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শুরুটা বাংলাদেশের পেসারদের হলেও পরের ভাগে পাকিস্তান ব্যাটারদের দৃঢ়তায় দিনটা নিজেদের করেই শেষ করল পাকিস্তান। প্রথম দিনশেষে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে পাকিস্তান।
সকালে ভেজা আউটফিল্ডের কারণে টস হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়। খেলা শুরু হয়েছে দুপুর ২.৩০ মিনিটে। দিনের চতুর্থ ওভারেই আঘাত আনেন হাসান মাহমুদ। স্লিপে দুর্দান্ত এক ক্যাচে আবদুল্লাহ শফিককে ফেরান জাকির। শফিক ফেরেন মাত্র ২ রানে। ১৪ রানের মাথায় দ্বিতীয় আঘান আসে শরিফুলের বলে। ইনজুরি কাটিয়ে ফেরা শরিফুল ফেরান শান মাসুদকে। লিটনের ক্যাচে মাসুদ প্যাভিলিয়নে ফেরেন ৬ রানে। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়েই উইকেটের দেখা পায় বাংলাদেশ।
বাবর আজম ক্রিজে এসে টিকতে পেরেছেন মাত্র ২ বল। কোন রান না করেই শরিফুলের দ্বিতীয় শিকার হন তিনি। লিটনের দারুণ এক ক্যাচে ফেরেন তিনিন। ১৬ রানে তিন উইকেট হারিয়ে তখন কাঁপছে পাকিস্তান। এরপর চা বিরতির আগে বাকিটা সময় দারুণভাবেই সামলেছেন সাইম আইয়ুব ও সউদ শাকিল। সেশনের পুরোটা সময় বাংলাদেশের বোলারদের চাপে রেখে রানে গতি বাড়িয়েছে।
চা বিরতির পরপর হাফ সেঞ্চুরি পান আইয়ুব। তার স্কোর আরও বড় হওয়ার আগেই বাংলাদেশের চতুর্থ উইকেট তুলে নেন হাসান। ৪ চার ও ১ ছয়ে ৫৬ রান করে মিরাজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন আইয়ুব। তিনি ফিাইল ভাঙে ৯৮ রানের জুটি।
দিনের শেষভাগটায় আর বিপদ হতে দেননি শাকিল ও রিজওয়ান জুটি। দিনশেষে ফিফটি তুলে নিয়েছেন শাকিলও, অপরাজিত আছেন ৫৭ রানে। রিজওয়ান করেছেন ২৪ রান। বাংলাদেশের শরিফুল ও হাসান নিয়েছেন দুটি করে উইকেট।
সারাবাংলা/এফএম