Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে পুলিশের ফেলে যাওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ২২:৩৪

রাঙ্গামাটি: দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে রাঙ্গামাটির লংগদু উপজেলার কাঁঠালতলী এপিবিএন পুলিশ ফাঁড়ির এপিবিএন পুলিশ সদস্যদের ফেলে যাওয়া অস্ত্র গোলাবারুদ উদ্ধারের পর পুলিশকে বুঝিয়ে দিয়েছে বিজিবি।

বুধবার (২১ আগস্ট) রাঙ্গামাটির লংগদুর রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. শাকিল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙ্গামাটির লংগদু উপজেলার কাঁঠালতলী এপিবিএন পুলিশ ফাঁড়ির সদস্যরা আতাঙ্কিত হয়ে গত ৭ আগস্ট তাদের সকল অস্ত্র-গোলাবারুদ, বুলেটপ্রুফ জ্যাকেট ও অন্যান্য ব্যবহার্য দ্রব্যাদি ক্যাম্পে রেখে সিভিল পোশাকে ক্যাম্প ত্যাগ করে। খবরটি বিজিবি জোনে পৌঁছালে তৎক্ষণাৎ রাজনগর বিজিবি জোন থেকে ৩৭ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ৬০ জন বিজিবি সদস্য এপিবিএন ক্যাম্পে গিয়ে তাদের ফেলে যাওয়া অস্ত্র-গোলাবারুদ ও সরকারি সম্পত্তির নিরাপত্তা বিধান করে। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৪৯টি আগ্নেয়াস্ত্র, ৫ হাজার ৫৪৯ রাউন্ড তাজা গুলিসহ অন্যান্য সরকারি দ্রব্যাদি বিজিবির হেফাজতে নিয়ে আসা হয়।

এতে আরও জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হবার পর পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রথম ধাপে ১৬টি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৪৪০ রাউন্ড তাজা গুলি কাঁঠালতলী এপিবিএন পুলিশ ক্যাম্পের কমান্ডার এসআই আব্দুল্লাহ আল কাফির নিকট বুঝিয়ে দেওয়া হয়। বাকি অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনইউ

অস্ত্র উদ্ধার টপ নিউজ পুলিশ বিজিবি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর