Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআরটিসি বাসের আগাম টিকেট বিক্রি শুরু মঙ্গলবার


৪ জুন ২০১৮ ১৫:২৪

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট।।

ঢাকা : রাষ্ট্রীয় পরিবহন সার্ভিস বিআরটিসি বাসের আগাম টিকেট বিক্রি শুরু হবে ৫ জুন। আর ঈদ স্পেশাল সার্ভিস ১৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক, সড়ক ও প‌রিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

সোমবার (৪জুন) দুপুরে বিআরটিসির প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‌তি‌নি ব‌লেন, ‘ঈদ যাত্রায় যাত্রীদের দুর্ভোগ কমাতে সড়কের খোড়াখুঁড়ি বন্ধ রাখা হবে। যাতে যাত্রীদের বাড়িতে ফিরতে কোনো অসুবিধা না হয়। এছাড়া ঢাকা মহানগরীতে বিআরটিসির ছয়টি ডিপো এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর আটটি ডিপোর মাধ্যমে ঢাকার আশেপাশে ঈদ সার্ভিস দেওয়া হবে। এছাড়া ১১টি ডিপো থেকে ঈদ স্পেশাল সার্ভিস পরিচালিত হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আদালত তার নিজের নিয়মেই চলে। বেগম খালেদা জিয়ার মুক্তি আদালতের নিয়ম অনুযায়ী হবে। এখানে সরকারের কিছু করার নেই।’

‘বিএনপির স্বভাব হচ্ছে আদালতের কোনো রায় তাদের পক্ষে না গেলে আইন মানে না। বিচার মানে না। বিচার ব্যবস্থা মানে না। বেগম জিয়ার জামিন বিলম্বিত হওয়া আদালতের বিষয়। আদালত তার ভাষায় কথা বলে’ বলেন ওবায়দুল কাদের।

সারাবাংলা/এমএমএইচ/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর