চট্টগ্রাম থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা
২২ আগস্ট ২০২৪ ১৩:২৮
চট্টগ্রাম ব্যুরো: বন্যা পরিস্থিতির অবনতি হয়ে বিভিন্নস্থানে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম থেকে দেশের সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর থেকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে জেলার অভ্যন্তরীণ এবং আন্তঃনগর রুটে কোনো ট্রেন না ছাড়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘জেলার অভ্যন্তরে দোহাজারি, নাজিরহাট রুটের বিভিন্নস্থানে রেললাইন ডুবে গেছে। ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। সিলেটেও রেলসেতু ডুবে গেছে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের বিভিন্নস্থান ডুবে যাওয়ার পাশাপাশি পাহাড় ধসে মাটি পড়েছে। কার্যত এসব রেললাইন এ মুহুর্তে ট্রেন চালানোর উপযোগী নয়। এজন্য অভ্যন্তরীণ ও আন্তঃনগর সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
চট্টগ্রাম থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ১১টি আন্তনগর ট্রেন চলাচল করে। এছাড়া দোহাজারি, কক্সবাজার, নাজিরহাট, সীতাকুণ্ড রুটে লোকাল ট্রেন চলাচল করে।
সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল। কিন্তু রেললাইন ডুবে থাকায় ট্রেনগুলো গন্তব্যে যেতে পারেনি।
সারাবাংলা/আরডি/এনইউ