Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিদ্বন্দ্বী হতে পারি, আ.লী‌গের শত্রু নই: নজরুল ইসলাম খান


৪ জুন ২০১৮ ১৫:৫০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আমরা আওয়ামী লী‌গের প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু শত্রু নই। তাহ‌লে সরকার আমা‌দের নে‌ত্রী খালেদা জিয়ার সঙ্গে সরকার এমন নির্মম আচরণ করছে কেন, ব‌লে প্রশ্ন রেখে‌ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার (৪ জুন) দুপুরে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা’য় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান ব‌লেন, ‘খালেদা জিয়ার সঙ্গে সরকার যে আচরণ করছে তা কোনোভাবে আশা করা যায় না। আপনারা (আওয়ামী লীগ) ভয় পান বলেই এসব করছেন। কারণ তিনি জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা না গেলে আমরা অন্যপন্থায় যাবো, আর সে পন্থা হবে শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন।’

দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে সরকার উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘গণতন্ত্র, বিচার বিভাগ শেষ, পার্লামেন্ট আগে থেকেই নেই। শেয়ারবাজার, ব্যাংক লুট করেছে। এসবের বিরুদ্ধে খালেদা জিয়া আন্দোলন করছিলেন বলেই তাকে কারাগারে বন্দি করা হয়েছে। একটি পরিত্যক্ত কারাগারে বন্দি তিনি। চিকিৎসা করা না হলে তিনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। দৃষ্টিহীন হয়ে যেতে পারেন। সরকার চায়  খালেদা জিয়া পঙ্গু হয়ে যাক, দৃষ্টিহীন হয়ে যাক।’

বিএন‌পির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আইয়ূব খান এবং ইয়াহিয়া খানের পতন ঘটিয়েছি, কিন্তু আজ আমাদের প্রতিপক্ষ শক্তিশালী। যারা ১৯৭৫ সালে গণতন্ত্র হরণ করেছিল এবং ১৯৮২ সালে যারা গণতন্ত্র হরণ করেছিলো তারা এক হয়েছে।’

বিজ্ঞাপন

আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ

সারাবাংলা/এমএমএইচ/এমও

বিএনপি

বিজ্ঞাপন

ইত্যাদি এবার মোংলায়
২৪ নভেম্বর ২০২৪ ১৯:৩৪

বরবাদের আইটেম গানে নুসরাত
২৪ নভেম্বর ২০২৪ ১৯:২৬

আরো

সম্পর্কিত খবর