Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ১৯:১০

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ১৪ দলীয় জোটের নেতা সাবেকমন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২আগস্ট) বিকেলে তাকে বনানী থেকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার ( এডিসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দলটির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতনও তথ্যটি নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ছাত্র-জনতা হত্যার ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে। তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এখনও তা জানা যায়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

ওয়ার্কার্স পার্টি গ্রেফতার টপ নিউজ রাশেদ খান মেনন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর