ওয়ারীতে আইনজীবীর বাড়িতে হামলার অভিযোগ
২৩ আগস্ট ২০২৪ ০১:১৭
ঢাকা: রাজধানীর ওয়ারীতে আইনজীবী আজহারুল হকের বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও বাড়ি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (২১ আগস্ট) রাতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই অভিযোগ করেন।
সবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে আল-মুসলিম গ্রপের আব্দুল্লাহর নেতৃত্বে এক দেড়শ লোক লাঠি সোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় ব্যাংক থেকে তুলে আনা ১৫ লাখ টাকা এবং ঘরে থাকা আরও ১০লাখসহ সর্বমোট ২৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে।
ঘটনা বর্ণনা দিতে গিয়ে অ্যাডভোকেট আজহারুল বলেন, ‘বিকেলে দারোয়ান ফোন করে জানায় বাসার সামনে অনেক লোকজন জড়ো হয়েছে। এর কিছুক্ষণ পরেই গেট ভেঙে দারোয়ানকে মেরে তারা উপরে চলে আসে। বাসায় দরজা, জানালা, আলমিরা ভেঙে টাকা পয়সা নিয়ে গেছে। সেইসঙ্গে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে লাইসেন্সকরা বন্দুক ও মোবাইলসহ অনেক কিছু নিয়ে যায়।’
আজহারুলের স্ত্রী মেহেরুননেসা বলেন, ‘মঙ্গলবার বিকেলে গুণ্ডাবাহিনী নিয়ে মুসলিম গ্রুপের আব্দুল্লাহ, আমজাদ হেলাল, ফিরোজ, জিয়ার ভাড়াটে সন্ত্রাসীরা সরাসরি ভেতরে ঢুকে এবং তারা আমাদের ফোন কেড়ে নিয়ে বাসায় ভাঙচুর ও লুটপাট করে। বাসার সবকিছু তছনছ করে ফেলে তারা চলে যায়।’
এ ঘটনায় ভুক্তভোগী অন্তবর্তীকালীন সরকার, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
সারাবাংলা/জিএস/পিটিএম