রাঙ্গামাটি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় চেঙ্গী নদীর স্রোতে ভেসে শ্রেষ্ঠ চাকমা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুর মারা এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত শ্রেষ্ঠ চাকমা ওই এলাকার বাসিন্দা সিএনজি অটোরিকশার চালক মৃদুল চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে নদীর পাশে মাঠে খেলতে যায় শ্রেষ্ঠ চাকমা। খেলার এক পর্যায়ে সে চেঙ্গী নদীর স্রোতের কবলে পড়ে ভেসে যায়। স্থানীয়রা উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরাফাত হোসেন বলেন, হাসপাতালে শ্রেষ্ঠ চাকমা নামের তিন বছরের এক শিশুকে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক দেখভাল করে তাকে মৃত ঘোষণা করেছে।