Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ২২:৪৬

কুষ্টিয়া: গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দিন কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনসে এ উপলক্ষে প্রেস বিফ্রিং করে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন।

প্রেস বিফ্রিংয়ে প্রায় ৩৭টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও হাজার খানেক গোলাবারুদ উদ্ধারের তথ্য জানায় সেনাবাহিনী ও পুলিশ। জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় খুব দ্রুত সময়ের মধ্যেই এ সব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয় বলেও জানানো হয়।

সেনাবাহিনীর পক্ষে ক্যাপ্টেন লাম ইয়ানুল ও পুলিশের পক্ষে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ব্রিফিংয়ে অংশ নেন।

এর আগে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুর্বৃত্তরা কুষ্টিয়া মডেল থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুটে নেয়।

সারাবাংলা/টিআর

অস্ত্র উদ্ধার কুষ্টিয়া

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর