Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাসহ ৫ অভিযোগের মামলায় আসামি হাসিনা-কাদের-কামাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ০২:২৮ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ০৪:০৯

নরসিংদী: হত্যা ও বিস্ফোরণসহ পাঁচটি অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৮১ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর এলাকার আলমাছ মিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যা-বিস্ফোরণসহ কয়েকটি অভিযোগ করেন। অভিযোগ আমলে নিয়ে সদর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক নাহিদ মিয়াজী।

বিজ্ঞাপন

সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, ডিবি প্রধান হারুন-অর-রশিদ, নরসিংদী সদরের সাংসদ লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরো, জেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীও রয়েছেন মামলার আসামির তালিকায়।

মামলায় নরসিংদী জেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি রয়েছেন। নরসিংদীর আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম বলেন, বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত সদর থানাকে মামলা নিতে নির্দেশ দিয়েছেন।

সারাবাংলা/টিআর

আসাদুজ্জামান খাঁন কামাল ওবায়দুল কাদের শেখ হাসিনা হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর