Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যার তথ্য সংগ্রহে পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ১২:৩০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ১৩:৫৮

ঢাকা: বন্যা পরিস্থিতির অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে পানিসম্পদ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলমান বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের নিমিত্তে বাংলাদেশ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর—০১৩১৮২৩৪৫৬০।

বিজ্ঞাপন

সার্বিক বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনিটরিং করবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রবিউল আলম। তার মোবাইল নম্বর—০১৯৯২৪৩৯৩৪৭।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীরা চলমান বন্যা পরিস্থিতি বিষয়ে সংশ্লিষ্ট জেলায় স্থাপিত কন্ট্রোল রুম ও পানি উন্নয়ন বোর্ডে স্থাপিত কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে বন্যার সর্বশেষ তথ্য সংগ্রহ করবেন। এরপর সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন পেশ করবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এনইউ

কন্ট্রোল রুম টপ নিউজ পানিসম্পদ মন্ত্রণালয় বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর