Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদমান-মোমিনুলে বাংলাদেশের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৪ ১৩:৫০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ১৪:০৫

প্রথম টেস্টের দ্বিতীয় দিনশেষে ৪৪৮ রানের বড় সংগ্রহ নিয়েই ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। শেষ আধ ঘন্টায় কোন উইকেট না হারিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশের দুই ওপেনার। আজ তৃতীয় দিনের সকালে জাকির ও শান্তকে হারালেও ওপেনার সাদমান ইসলাম ও মোমিনুল হকে লড়াইটা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। লাঞ্চ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে বাংলাদেশ। সাদমান অপরাজিত আছেন ৫৩ রানে, মোমিনুল করেছেন ৪৫ রান।

বিজ্ঞাপন

তৃতীয় দিনের খেলার শুরুতেই জাকিরের উইকেট হারায় বাংলাদেশ। ১২ রানের মাথায় নাসিম শাহর বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাকির, দলের রান তখন ৩১। অধিনায়ক শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ১৬ ও দলীয় ৫৩ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন শান্তও। শাহজাদের বলে বোল্ড হয়েছেন তিনি।

জাকির-শান্ত ফিরলে তৃতীয় উইকেটে জুটি বেঁধেছেন মোমিনুল-সাদমান। এই দুই ব্যাটার দারুণভাবে সামলেছেন পাকিস্তান বোলারদের। দলের স্কোর ১০০ পেরিয়েছে এই জুটির সুবাদে। দুজনের মিলে তুলেছেন ৮১ রান।

লাঞ্চের ঠিক আগে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। মোমিনুল আছেন হাফ সেঞ্চুরির অপেক্ষায়।

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর