Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ১১:১০

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হাসান (৩০) নামে আরও এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাসান।

নিহত হাসানের বাবা কবির হোসেন জানান, তাদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার রাইচাদ গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় ভাড়া থাকেন। হাসানের ঘরে স্ত্রী মালা ও দুই ছেলে সন্তান আছে। হাসান যাত্রাবাড়ীর সবজির আড়তে কাজ করতেন।

তিনি আরও জানান, গত ৫ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন হাসান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

টপ নিউজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর