Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ১৪:৩০

ঢাকা: বন্যায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-সিলেট রেল যোগাযোগ আবার শুরু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সোয়া ১১টায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে গেছে। সিডিউল অনুযায়ী বাকি ট্রেনও চলবে। এছাড়া রাতে সিলেট থেকে একটি ট্রেন ঢাকার দিকে আসবে।

রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ৭১৭ নম্বর জয়ন্তিকা এক্সপ্রেস, ৭৭৩ নম্বর কালনী এক্সপ্রেস, ৭৩৯/৭৪০ উপবন এক্সপ্রেস এবং ১০ নম্বর সুরমা মেইল পরিচালনা করা হবে।

প্রবল পানির স্রোতের কারণে রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফেনীতে রেললাইন পানির নিচে থাকায় এখনও চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ আছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর