Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমিতে অজ্ঞাত লাশ, পুলিশের ধারণা— খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ১৫:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ‍কৃষিজমিতে পড়ে থাকা এক ব্যক্তির প্রায় গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের লালারহাট এলাকা থেকে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। মুখে কালো দাড়ি আছে। পরনে ছিল কালো গেঞ্জি এবং এর ওপর মেয়েদের নাইটি ধরনের জামা। গলায় ওড়না প্যাঁচানো ছিল।

ঘটনাস্থলে যাওয়া বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘স্থানীয় লোকজন কেউ নিহত ব্যক্তিকে চিনতে পারছেন না। আমরা পরিচয় নিশ্চিত করতে পারিনি। লাশটিও প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে। আমাদের ধারণা, দুই-তিনদিন আগে কেউ তাকে গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ জমিতে ফেলে গেছে।’

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই মিনহাজ জানান।

সারাবাংলা/আরডি/ইআ

অজ্ঞাত লাশ চট্টগ্রাম টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর